শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

কুলাউড়ায় জামায়াতের খাদ্য বিতরণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৫, ১৯:৪৩
কুলাউড়ায় জামায়াতের খাদ্য বিতরণ
ছবি : যায়যায়দিন

মৌলভীবাজারের কুলাউড়ায় তৃণমূল মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। জুলাই শহীদদের স্মরনে মাসব্যাপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলা শহরের রেল স্টেশন, বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় ভাসমান ছিন্নমূল মানুষকে খুঁজে খুঁজে তাদের হাতে রান্নাকরা খাবারের প্যাকেটগুলো তুলে দেন জামায়াতের দায়িত্বশীলগণ। এভাবে প্রায় শতাধিক মানুষের হাতে খাবারের প্যাকেট পৌছে দেন তাঁরা।

কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আবদুল মোন্তাজিম এর নেতৃত্বে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, শূরা সদস্য রাজানূুর রহিম ইফতেখার, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়ব, সাবেক সভাপতি কাজী জসিম উদ্দিন, পৌর শাখার সহ-সেক্রেটারি খলিলুর রহমান, কাদিপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুর করিম, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি শরীফ আহমদ, সেক্রেটারি আবু খালেদ নোমান, উপজেলা পেশাজীবি সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে