শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নীলফামারীতে হিন্দু মহাজোটের মানববন্ধন 

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ০৪ জুলাই ২০২৫, ১৯:৫৫
নীলফামারীতে হিন্দু মহাজোটের মানববন্ধন 
ছবি : যায়যায়দিন

নীলফামারীতে বিভিন্ন দাবি নিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট নীলফামারী জেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় চৌরঙ্গী মোড়াস্থ স্মৃতি অম্লান পাদদেশে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব‍্যাপী মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সংসদের সনাতনীদের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা, কুমিল্লার মুরাদনগরে গণধর্ষণ, খিলক্ষেতে মন্দির, চাঁদাবাজি, ভূমি দখল, খুন, হত্যা, মিথ্যা মামলায় সনাতনীদের জড়ানো হচ্ছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিতোষ রায়, সাধারণ সম্পাদক বিপুল রায়, জলঢাকা উপজেলা শাখার সভাপতি তত্ত্ব কুমার রায়, ডোমার উপজেলার সাংগঠনিক সম্পাদক রাম হরি রায়, কিশোরগঞ্জ উপজেলার সভাপতি ডা: সুনীল চন্দ্র রায়, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি রাম কৃষ্ণ রায়, ডিমলা উপজেলা শাখার সভাপতি অমিতাপ কুমার রায়, ছাত্র মহাজোটের সভাপতি অনয় সরকার প্রমৃখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে