শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সোনাতলায় গণধিকার পরিষদের র‍্যালি ও কর্মীসভা 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৫, ১৯:৫৭
সোনাতলায় গণধিকার পরিষদের র‍্যালি ও কর্মীসভা 
ছবি : যায়যায়দিন

বগুড়ার সোনাতলায় গণধিকার পরিষদের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মীসভা।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে আয়োজিত এ কর্মীসভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মিলিত হয় একটি প্রাণবন্ত আলোচনা ও সাংগঠনিক অনুশীলন।

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া কর্মীসভায় সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা গণধিকার পরিষদের আহ্বায়ক শাহারুল লাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গণধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মেহেরুল আলম মিশু। তিনি বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূল কর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণধিকার পরিষদের জেলা অর্থ বিষয়ক সম্পাদক মিস্টার হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজু আহমেদ বাপ্পি, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জাফর আলী জুয়েল, জিহাদ ইসলাম ও নাজমুল ইসলাম। কর্মসূচির সঞ্চালনায় ছিলেন উপজেলা গণধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মহিদুল ইসলাম।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ফাজিল মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে পৌর বাজার প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা চত্বরে এসে শেষ হয়। র‍্যালিটি জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন গণধিকার পরিষদের আহ্বায়ক আবু রায়হান, যুগ্ম সদস্য সচিব মো. আব্দুস সামাদ, জোরগাছা ইউনিয়নের আহ্বায়ক কামরুজ্জামান কমল, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত আলোচনার পাশাপাশি দলীয় ঐক্য ও সংগঠনের ভিত্তি মজবুত করার আহ্বান। নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন—তারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণের পক্ষে দৃঢ়ভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে