শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

পরিত্যক্ত বাড়িতে ব্যাগে মোড়ানো ছিল নবজাতকের লাশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৫, ২০:১৬
পরিত্যক্ত বাড়িতে ব্যাগে মোড়ানো ছিল নবজাতকের লাশ
ছবি : যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) বিকেলের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা- বরমী আঞ্চলিক সড়কের নোমান কারখানার সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে ওই মরদেহটি উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আনসার টেপিরবাড়ী মাটির মসজিদ সংলগ্ন সড়কের পাশের ওই পরিত্যক্ত বাড়ির ভেতরে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো কিছু দেখতে পায় রুবেল নামের একজন। পরে কাছে গিয়ে ব্যাগ খোলে এক নবজাতকের সন্ধান মিলে। কে বা কারা ১/২ দিন আগে সেখানে ফেলে গেছে তা নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, নবজাতকদের বয়স সর্বোচ্চ ১-২দিন হতে পারে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয় ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে