শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ০৪ জুলাই ২০২৫, ২০:৪৯
ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
ছবি : যায়যায়দিন

চুয়াডাঙ্গার উথুলীতে ট্যাংকলরীর ব্রেকগার্ডের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনা থেকে ঢাকা ও উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলের উদ্ধারকর্মীরা কাজ শুরু করেছে। রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে ছেড়ে এসেছে। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলতে পারেনি রেলওয়ের কর্মকর্তারা।

রেলওয়ের উথুলী স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উথলী রেলস্টেশনের ডাউন হোম সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মংলাবন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদী-সিরাজগঞ্জবাজার অভিমুখী চিটাগুড়বাহী একটি ট্যাংকলরী ট্রেন শুক্রবার বিকালে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। ক্রসিং শেষে ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় গার্ডব্রেকের একটি বগির পিছনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। ওই অবস্থায় অল্প একটু যাওয়ার পর ট্রেনটি পুরোপুরি থেমে যায়।

লাইনচ্যুত বগিটি রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে ট্রেনটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শনা অভিমুখে রওনা হয়।

উথলী রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় আরো জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার কাজ শুরু করা হবে। আপাতত সবধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে