শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নববধূকে নিয়ে হেলিকপ্টারে চড়লেন ট্রাক্টরচালক

যাযাদি ডেস্ক
  ০৪ জুলাই ২০২৫, ২০:৫১
নববধূকে নিয়ে হেলিকপ্টারে চড়লেন ট্রাক্টরচালক
নববধূকে নিয়ে হেলিকপ্টারে আসেন ট্রাক্টরচালক মাসুম খান ছবি সংগৃহীত

পাশের গ্রাম থেকে শুক্রবার হেলিকপ্টার করে নববধূকে নিজগ্রাম নায়েকপুর পূর্বপাড়ায় নিয়ে আসেন ট্রাক্টরচালক মাসুম খান।

নেত্রকোনার মদন উপজেলায় নায়েকপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের তৃতীয় ছেলে মোহাম্মদ মাসুম খান পেশায় ট্রাক্টরচালক। পার্শ্ববর্তী ফতেপুর ছত্রকোনা গ্রামের কৃষক আশাহিদ তালুকদারের মেয়ে রিমা আক্তারের সঙ্গে মোহাম্মদ মাসুম খানের বিয়ে হয়। তিনি বেলা ২টায় জুমার নামাজের পর উপজেলার নায়েকপুর পূর্বপাড়া থেকে হেলিকপ্টারে করে ফতেপুর ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামেন। এই দুই স্থানের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার।

বিদ্যালয় মাঠ থেকে তিনি কনের বাড়িতে যান। তার আগেই বরপক্ষের লোকজন কনের বাড়িতে গিয়ে উপস্থিত হন। মধ্যাহ্নভোজের পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে তিনি হেলিকপ্টারে ওঠেন। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নববধূকে নিয়ে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি বাড়িতে যান।

বর-কনেসহ হেলিকপ্টারটি ওই বোরো মাঠে নামালে উৎসুক এলাকাবাসী সেখানে ভিড় করেন।

বর ট্রাক্টরচালক মোহাম্মদ মাসুম খান বলেন, 'আমি একজন ট্রাক্টর চালক। আমার ইচ্ছা ছিল আমার বউকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আসব। আমার পরিবার ১ লাখ ৭২ হাজার টাকায় হেলিকপ্টার ভাড়া করে এই ইচ্ছা পূরণ করেছে। হেলিকপ্টারে করে বউ আনতে পেরে বর মাসুম খানসহ পরিবারের সবাই খুশি। হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে আসতে পেরে নতুন বউও খুব খুশি।'

বর মোহাম্মদ মাসুম খানের বাবা মো. মতিউর রহমান খান বলেন, আমার ছেলের ইচ্ছা ছিল তার বউ হেলিকপ্টারে বাড়িতে আনবে। তাই আমি আমার ছেলের বউ আনতে এ ব্যবস্থা করেছি। এতে আমি ও আমার পরিবার খুবই খুশি।

ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি জানান, হেলিকপ্টারে বর ও নতুন বউ আসার বিষয়টি তাদের উপজেলায় এই প্রথম। সবাই এ বিয়ের অনুষ্ঠান উপভোগ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে