হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট নামার বাজার এলাকার একটি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।
ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়, দারুল মোস্তফা দাখিল মাদ্রাসা ও হেলাল চৌধুরী নুরানি মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবীরা প্রতিদিন সড়কে জমে থাকা পানি ও খানাখন্দ ডিঙিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হেলাল চৌধুরী পাড়ার পেয়ারু বাপের বাড়ি সড়কের একটি অংশ দুই বছর আগে আরসিসি করা হলেও বাকি প্রায় ৫০০ মিটার সড়ক সংস্কার হয়নি। সিএনজি চালক শহিদুলের ঘর পর্যন্ত পাকা সড়ক থাকলেও এর পরবর্তী অংশে একটি পুকুরের পানি সড়কের সাথে মিশে গেছে। বর্ষা ও শুষ্ক মৌসুমে এখানে পানি জমে যায়, যা স্থানীয়দের জন্য প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শিউলি ও দারুল মোস্তফা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র মো. আবির বলেন, "প্রতিদিন কাদা-পানি পেরিয়ে স্কুলে যেতে হয়। রাস্তাটি খুবই খারাপ, পড়ে যাওয়ার ভয় থাকে।" মদনহাট নামার বাজারের এক ব্যবসায়ীও একই সমস্যার কথা জানান।
স্থানীয় যুবক ও হাটহাজারী সরকারি ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল বলেন, "এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।"
এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুছা বলেন, "সড়কের কিছু অংশের কাজ আগেই সম্পন্ন হয়েছে। অবশিষ্ট অংশে বরাদ্দের অভাবে কাজ করা যায়নি।"
হাটহাজারী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে জানান, ইউনিয়ন পরিষদ থেকে আনুষ্ঠানিক আবেদন পেলে সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানও একই রকম আশ্বাস দিয়েছেন।
স্থানীয়রা আশা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং তাদের দুর্ভোগ লাঘব হবে।