মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কার ও মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ধল্লা ইউনিয়ন বিএনপির একাংশের উদ্যোগে শুক্রবার (৪ জুলাই) বিকেলে বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মশালা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগনের মৌলিক অধিকার ও ভাগ্য উন্নয়নের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন ও দক্ষিন মানিকগঞ্জবাসীর আস্থার প্রতীক সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খাঁন শান্ত৷ তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।
তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দক্ষিন মানিকগঞ্জবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
কর্মশালায় ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম ও ধল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোরসালিন প্রমুখ।
এসময় উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব আল হাসান, বিএনপি নেতা ইয়াসিন মাহমুদ রাশেদ, ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রউফুল মুন্সী, যুবদল নেতা মহসিন, সিরাজুল ইসলাম সজীব, নবীর মাহমুদ ও ছাত্রদল নেতা আল আমিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।