শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

৪৯ তলা থেকে পড়ে অভিনেত্রীর ১৪ বছর বয়সী ছেলের মৃত্যু

বিনোদন ডেস্ক
  ০৫ জুলাই ২০২৫, ১১:৩৫
৪৯ তলা থেকে পড়ে অভিনেত্রীর ১৪ বছর বয়সী ছেলের মৃত্যু
অভিনেত্রী আরতি মাকওয়ানার ১৪ বছর বয়সী ছেলে পান্ত মাকওয়ানা আত্মহত্যা করেছেন

ভারতের গুজরাট ইন্ডাস্ট্রির ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আরতি মাকওয়ানার ১৪ বছর বয়সী ছেলে পান্ত মাকওয়ানা আত্মহত্যা করেছেন।

গতকাল বুধবার (২ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের কান্দিভালি থানা এলাকার একটি ভবনের ৪৯ তলা থেকে লাফিয়ে পড়ে মৃত্যুবরণ করে। কান্দিভালির ব্রুক ভবনের ৫১তম তলায় থাকত তারা।

জানা গেছে, টিউশন ক্লাসে যেতে না চাওয়ার বিষয়ে মা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর মানসিক চাপে পড়ে পান্ত এমন সিদ্ধান্ত নেয় বলে ধারণা পুলিশের।

পান্ত ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। কয়েক বছর আগে তার মা-বাবার মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, ‘ভবনের একজন বাসিন্দা অভিনেত্রীকে খবর দেন যে একটি কিশোর আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে এসে অভিনেত্রী দেখেন মৃত কিশোরটি তার নিজের ছেলে।’

গুজরাটের কাঁদিভলি থানার পুলিশ কর্মকর্তা রবি আদানে বলেন, ‘ঘটনাস্থলে কোনো ধরনের ষড়যন্ত্র বা সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। তবে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় তদন্তের সব দিক বিবেচনায় নেয়া হচ্ছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যার আগে কয়েক দিন ধরে পান্ত মানসিকভাবে ভালো ছিল না। বিষয়টি খতিয়ে দেখতে স্কুল ও টিউশনের বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

এই ঘটনায় থানায় একটি ‘আকস্মিক মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে