উপজেলার মধুখালী পৌর সভার ৩নং ওয়ার্ডের গোন্দারদিয়া মহল্লা নিবাসী বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন মোল্যা (৭২) চিকিৎসাধীন আবস্থায় ৪জুলাই শুক্রবার দিবাগত রাত ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না......রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ নাতী নাতনী ও বহুগুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় গোন্দারদিয়া কওমি মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল এবং থানা ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামানসহ মধুখালী থানার একদল চৌকস পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।