রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মুকসুদপুরের রাস্তা চলাচলের অনুপযোগী, দেখার কেউ নেই!

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২৫, ১২:১১
মুকসুদপুরের রাস্তা চলাচলের অনুপযোগী, দেখার কেউ নেই!
যায়যায়দিন

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সোনালী ব্যাংকের সামনের রাস্তাটি বর্তমানে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির মেরামতের কোন কার্যক্রম না থাকায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, দোকানদার ও ব্যাংকে আসা গ্রাহকরা।

স্থানীয়রা জানান, সোনালী ব্যাংক মুকসুদপুর শাখা এলাকার এই রাস্তাটি একসময় ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ পথ ছিল। কিন্তু বর্তমানে রাস্তার মাঝে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এই গর্তগুলোতে পানি জমে যায়, ফলে পথচারীদের চলাচল হয়ে উঠে বিপজ্জনক। মাঝে মাঝে দেখা যায়, মোটরসাইকেল বা রিকশা গর্তে আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, রাস্তার এমন অবস্থার কারণে ব্যাংকের আশপাশে বাণিজ্যিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। গ্রাহকরা অনেক সময় সেবা না নিয়েই ফিরে যান। এতে স্থানীয় অর্থনীতির উপরও প্রভাব পড়ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বারবার পৌরসভা বা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যেন দেখার কেউ নেই। এই অবস্থায় সাধারণ মানুষ চরম অসন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, সমস্যাটি সম্পর্কে তাদের অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। তবে কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।

স্থানীয়দের দাবি, সোনালী ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনের রাস্তার এমন বেহাল অবস্থা পুরো এলাকার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে, আরও বড় দুর্ঘটনা ও জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে