রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

কেন্দুয়ায় নিখোঁজ ছাত্রনেতার মোটর সাইকেল উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২৫, ১২:২৬
কেন্দুয়ায় নিখোঁজ ছাত্রনেতার মোটর সাইকেল উদ্ধার
যায়যায়দিন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বাসিন্দা ছাত্রনেতা রফিকুল ইসলাম শামীম (৩৭) নিখোঁজের তিন(৩) দিন পর তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ।

শনিবার (৫জুলাই) আনুমানিক রাত ৮টা ২০ মিনিটের দিকে গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া ও মনকান্দা গ্রামের ব্রিজের নিচ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় ।

জানা যায়, মোটরসাইকেলটি প্রথমে স্থানীয়দের নজরে আসে । পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায় থানায় । পরিবারের ধারণা, রফিকুল ইসলাম শামীমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করা হয়েছে ।

এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই মোঃ নজরুল ইসলাম মুঠোফোনে জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে মোটরসাইকেল উদ্ধার করে থানায় পাঠিয়েছি । তবে চাবি পাওয়া যায় নি । তিনি আরো বলেন, অন্য কোন আলামত পাওয়া যায় নি ।

উল্লেখ্য গত ৩জুলাই কেন্দুয়া থানায় এ বিষয়ে একটি জিডিও করেন তার বড় ভাই মোঃ সাইফুল ইসলাম (৩৯) । এতে উল্লেখ করা হয়, গত ২জুলাই রাত সাড়ে এগারোটায় গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে আমার ভাই নিখোঁজ হয় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে