রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

গাজীপুরে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২৫, ১৪:০৩
গাজীপুরে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
যায়যায়দিন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া দিঘীরপাড় এলাকায় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলো- রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর শঠিবাড়ি এলাকার আকমল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও সিরাজগঞ্জের শাহজাদপুর থানার তালতলা এলাকার মোঃ শামীমের ছেলে আব্দুল মমিন ওরফে স্বাধীন (১২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া দিঘীরপাড় এলাকায় একটি গভীর গর্তের জমিতে বৃষ্টির পানি জমেছিল। রোববার বেলা ১১ টার দিকে জুনায়েদ ও আব্দুল মমিন ওই জলাশয়ের পানিতে সাঁতার কাটতে যায়। একপর্যায়ে তারা গভীর গর্তে পড়ে পানিতে তলিয়ে যেতে থাকে।

এ দৃশ্য দেখে পথচারীরা তাদের বাড়ির লোকজনকে খবর দেয়। ততক্ষণে তারা পানিতে তলিয়ে যায়। পরে তাদের স্বজন ও এলাকাবাসী ওই জলাশয়ের পানিতে খোঁজাখুঁজি করে জুনায়েদ ও আব্দুল মমিনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

জুনায়েদ কোনাবাড়ী থানাধীন দক্ষিণ দেওয়ালিয়াবাড়ি ও আব্দুল মমিন কাশিমপুর থানার এনায়েতপুর এলাকায় সপরিবারে বাসা ভাড়া থাকতো। তারা দুইজন দেওয়ালিয়াবাড়ি এলাকায় আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খোঁজাখুঁজি করে পানি থেকে মৃত অবস্থায় ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে