নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী ষাড়পাড়া এলাকায় কারখানার শ্রমিককে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করায় অপমান বোধ থেকে ওই শ্রমিক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত শাহিন একই এলাকার নাইম ও সাহিদা দম্পতির ছেলে।
পুলিশ জানায়, শনিবার ওই এলাকার মালিহা ফুড কোম্পানীর শ্রমিক শাহিন (২০) ওই কারখানার মালিক নুরু মিয়ার ছেলে মনজুরুলের একটি মোবাইল চুরি করেছে বলে মিথ্যা অভিযোগ করে।
কিন্তু ভিকটিম শাহিন চুরির দায় অস্বীকার করে। তাকে চুরির দায় স্বীকার করাতে মঞ্জুর ও তার লোকজন দৈহিক নির্যাতন করে। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। ওই দিনই রাত অনুমান ১ টার সময় ভিকটিম শাহিন একই এলাকায় তার মামার বাড়ীর নিজ ঘরে ঘুমাতে যায়।
সকাল ৬ ঘটিকার সময় তার মামা তাকে অনেক ডাকা ডাকি করার পরও ঘরের দরজার না খোলায় তার মামার সন্ধেহ হলে তিনি ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ভিকটিম শাহীনকে বাঁশের আড়ার সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরবর্তীতে বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করলে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ প্রেরণ করেন।
আড়াই হাজার থানার ওসি খদকার নাসিরউদ্দিন জানান, অভিযোগ পেলে আত্মহত্যার প্ররোচনার মামলা হবে।