সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

বিশনন্দী ফেরিঘাটে চাঁদাবাজি, প্রতিবাদে সিএনজি চালকদের ধর্মঘট

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২৫, ১৫:৪৮
বিশনন্দী ফেরিঘাটে চাঁদাবাজি, প্রতিবাদে সিএনজি চালকদের ধর্মঘট
যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ সিএনজি চালকরা শুক্রবার ৬ঘন্টা ধর্মঘট করে গাড়ী চালানো বন্ধ করে দেয়।

এর অংশ হিসেবে আড়াইহাজার, রামচন্দ্রদী এবং গোপালদী এলাকার শতাধিক সিএনজি চালক তাদের গাড়ি বন্ধ রেখে সকাল থেকে রামচন্দ্রদী এলাকায় সমবেত হন। এতে করে ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

স্থানীয় সিএনজি চালক জিলানী ও নজরুল ইসলাম জানান, ফেরিঘাটে টোল প্রদানের পরও চাঁদাবাজরা প্রতিবার তাদের কাছ থেকে ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে।

অভিযোগ রয়েছে, এই চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন হারুন নামে বিএনপির এক কর্মী।তার নেতৃত্বে আরো ৪-৫ জন এই চক্রের সাথে জড়িত আছে।

সিএনজি চালকরা জানান, হারুনের নেতৃত্বে একটি চক্র নিয়মিতভাবে এই অবৈধ চাঁদা আদায় কার্যক্রম চালিয়ে আসছে। ঘটনার খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালকদের সঙ্গে কথা বলেন তারা। অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের শান্ত করেছে। তিনি বলেন, “চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।” এই আশ্বাসের পর চালকরা তাদের বিক্ষোভ স্থগিত করে।

এ ঘটনায় স্থানীয় যাত্রী ও চালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। চাঁদাবাজির এই ঘটনা এলাকায় দীর্ঘদিনের একটি সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে এবং স্থানীয়রা এর স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে