নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের হাইজাদী গ্রামে ব্যবসায়ী রুবেলের বাড়িতে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে।
পুরুষ ও মহিলার ছয়জনের ডাকাত দল কৌশলে বাড়িতে প্রবেশ করে বাড়িতে থাকা একমাত্র গৃহবধূকে হাত পা বেঁধে ও মুখে স্কচট্যাট লাগিয়ে বাথরুমে ফেলে রেখে তিনটি আলমারি ভেঙ্গে বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটে নিয়ে চলে যায়। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর আড়াইটায়।
রুবেল মিয়া ওই গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র।
প্রতিবেশীরা জানান, রুবেল মিয়া কালিবাড়ি বাজারের একজন ব্যবসায়ী। দুপুরে তিনি তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় রুবেলের বৃদ্ধা মাতা প্রতিবেশীর বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় বোরকা পরিহিত তিনজন মহিলা এবং তিনজন পুরুষ লোক ওই বাড়িতে প্রবেশ করে গৃহবধুর কাছে খাবার চায়।
রুবেলের স্ত্রী ঘরে খাবার নাই বলে জানালে আগন্তুকেরা খাবার জন্য একটু পানি চায়। রুবেলের স্ত্রী পানির জন্য ঘরে প্রবেশ করলে লোকগুলা তার পিছন পিছন ঘরের ভিতরে প্রবেশ করে এবং রুবেলের স্ত্রীকে হাত-পা বেঁধে এবং মুখে স্কচট্যাপ লাগিয়ে মারপিটে আহত করে বাথরুমে ফেলে রেখে ঘরে থাকা তিনটি আলমারি ভেঙে উল্লেখিত মালামাল ও টাকা পয়সা নিয়ে যায়।