মির্জাগঞ্জে দা দিয়ে নিজের গলা কেটে বৃদ্ধার আত্মহত্যা
পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়ায় মহব্বত আলী (৮০) নামের এক ব্যক্তি দা' দিয়ে নিজ গলা কেটে আত্মহত্যা করেছেন। মহব্বত আলী উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের মৃত আলেপ হাওলাদারের পুত্র এবং সোনাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ ফারুক আলম ও কৃষক জাকির হাওলাদারের পিতা।