মণিরামপুরে সাথী হত্যার প্রধান আসামি মিন্টু ও তার ছেলে গ্রেপ্তার
যশোরের মণিরামপুরে চাতাল মিলে নারী শ্রমিক স্বরূপজান ওরফে সাথী খাতুন হত্যাকাণ্ডের মুল হোতা পুলিশের খাঁচায় বন্দী হয়েছে।আটককৃতরা হলো উপজেলার খাটুয়াডাংগা গ্রামের মৃত. জাহাতাপ সরদারের ছেলে আব্দুর রশিদ মিন্টু ও তার ছেলে জিসান হোসেন। এ সময় পুলিশ তাদের কাছ থেকে কুড়াল