মণিরামপুর কোচবিলের ঘের উচ্ছেদের দাবী নিয়ে ইউএনও অফিস চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ
মণিরামপুর উপজেলার জয়পুর কোচবিলের ঘের উচ্ছেদের দাবীতে উত্তাল হয়ে উঠেছে কৃষক মহলে। ফসলহানীসহ নানা সমস্যার কথা তুলে ধরে নতুন ঘের কাটাবন্ধসহ পূর্বের ঘেরগুলো উচ্ছেদের দাবী নিয়ে জেলা উপজেলা প্রশাসনের লিখিত অভিযোগ করেছেন কৃষকরা।