ফুলবাড়ীতে শুরু হয়েছে বুড়া চিন্তামন ঘোড়ার মেলা
দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা। এ মেলায় দেশের বিভিন্নস্থান থেকে ঘোড়া নিয়ে এসেছেন ঘোড়া ব্যবসায়ীরা। মেলাকে কেন্দ্রকরে পরসা সাজিয়ে বসেছে হরেক রকম প্রসাধনী মিঠাই মিষ্টান্নসহ মুখোরচক খাবারের দোকান, শিশুদের জন্য চাক-চক্র ও খেলনার দোকান।