বানিয়াচংয়ে সাগরদিঘী থেকে অবৈধভাবে পানি সেচ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
গ্রীষ্মের প্রচন্ড খরতাপ ও অনাবৃষ্টির কারণে পানির জন্য চারদিকে মানুষের হাহাকার। পানির জন্য দুর্ভোগ পোহাচ্ছে সাগরদিঘীর চারপাড়ের পনের হাজারেরও অধিক মানুষ। গভীর নলকূপেও পানি উঠছে না; এমন সময়ে বানিয়াচং উপজেলার ঐতিহাসিক সাগরদিঘী থেকে পানি সেচ করার অভিযোগ উঠেছে লীজগ্রহীতা রেজান