বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সোনার দাম কমেছে

যাযাদি ডেস্ক
  ০১ মার্চ ২০২৫, ২০:৩৩
সোনার দাম কমেছে
ছবি: সংগৃহীত

সোনা একটি অত্যন্ত মূল্যবান ধাতু, যা বিভিন্ন উদ্যোগের মৌলিক অংশ। বাজারে স্বর্ণের ক্রয়মূল্য যা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে পরিবর্তিত হয়। স্বর্ণের দাম সাধারণত নির্ধারিত হয় সরবরাহ এবং চাহিদার উপর ভিত্তি করে।

দেশের বাজারে টানা তৃতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে এক লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল রোববার (২ মার্চ) থেকে কার্যকর হবে। এর আগে গত ২৩ ও ২৭ ফেব্রুয়ারি সোনার দাম কমানো হয়।

১ মার্চ বাংলাদেশে আজকের স্বর্ণের দাম ।

আজকের ২২ ক্যারেট স্বর্ণের দাম:

২২ ক্যারেট হলমার্ক স্বর্ণ: ১২,৯৪৩ টাকা প্রতি গ্রাম

২১ ক্যারেট হলমার্ক স্বর্ণ: ১২,৩৫৪ টাকা প্রতি গ্রাম

১৮ ক্যারেট হলমার্ক স্বর্ণ: ১০,৫৮৯ টাকা প্রতি গ্রাম

সনাতন পদ্ধতির স্বর্ণ: ৮,৭২১ টাকা প্রতি গ্রাম

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে