বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

টালিউড: সুস্মিতা রায়ের সংসারে ভাঙনের সুর!

যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ২১:৫১
আপডেট  : ০১ জুলাই ২০২৫, ২১:৫৩
টালিউড: সুস্মিতা রায়ের সংসারে ভাঙনের সুর!
ফাইল ছবি: সংগৃহীত

ওপার বাংলার ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সুস্মিতা রায়। একসময় টেলিভিশনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে বর্তমানে অভিনয় থেকে খানিক দূরে সরে গিয়ে মন দিয়েছেন নিজের ব্যবসায়।

তবে অভিনয়ের বাইরেও একটি পরিচিতি রয়েছে তার—তিনি জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সায়ক চক্রবর্তীর বড় ভাই সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী, যাকে নেটদুনিয়ায় সবাই চেনেন ‘কূটনী বৌদি’ নামে।

সেই ‘কূটনী বৌদি’র সংসারেই এসেছে ভাঙনের সুর। দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন দুজনেই।

মাসের শুরুতে সুস্মিতার জন্মদিনে তার স্বামী সব্যসাচী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় লেখেন,‘জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু বিষয় মেলেনি, মন খারাপ দু’পক্ষেই। তবে সেটা কাটিয়ে যেন এগিয়ে যেতে পারি।’

সব্যসাচীর এই পোস্ট শেয়ার করে সুস্মিতা লেখেন, ‘এটা আমাদের দুজনের সম্মিলিত সিদ্ধান্ত। আমরা একে অপরকে সম্মান করি। আমাদের সিদ্ধান্তকে দয়া করে সম্মান জানাবেন। এটাই জন্মদিনে আপনাদের কাছে আমার একমাত্র চাওয়া। আশীর্বাদ রাখবেন, যেন ভবিষ্যতে আমরা আমাদের মতো করে ভালো থাকতে পারি।’

প্রসঙ্গত, ২০১৮ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সুস্মিতা ও সব্যসাচী। দাম্পত্য জীবনে নানা উত্থান-পতনের মধ্যেও একসময় ছিলো দৃঢ়তা। এমনকি চিকিৎসকের ভুলে প্রথম সন্তান হারানোর মতো কষ্টদায়ক অভিজ্ঞতাও সয়ে গেছেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন, তিনি এখনও মা হতে চান—সেই ইচ্ছাও তার মধ্যে রয়ে গেছে।

তবে বিগত কয়েক মাস ধরে তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি সায়ক চক্রবর্তীর ইউটিউব ব্লগে প্রিয় ‘কূটনী বৌদি’র অনুপস্থিতিও দর্শকদের চোখে পড়ে।

সবশেষে সেই অনুপস্থিতির কারণ এখন স্পষ্ট—তাদের বিবাহবিচ্ছেদ। এই সিদ্ধান্তের মাধ্যমে টলিপাড়ায় যোগ হলো আরও একটি ভাঙনের গল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে