পটুয়াখালী বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাংড়া এলাকায় গতকাল মঙ্গলবার বিকালে এইচ এস সি পরীক্ষার্থী মোঃ ফাহিম বয়াতী ও মো. জাকির হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শানু গাজী গংদের সাথে জাকির হোসেন গংদের সাথে বিরোধ চলছিল।সেই বিরোধকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ভাংড়া এলাকায় শানু গাজি গংরা এইচ এস সি পরীক্ষার্থী মোঃ ফাহিম বয়াতী ও মো. জাকির হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।ফাহিমকে পটুয়াখালী মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যায় এবং জাকিরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজে প্রেরন করা হয়। এ ঘটনায় শানু গাজীকে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করে।
এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্(ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ফাহিম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে এবং শানু গাজী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।