logo
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০, ৫ ফাল্গুন ১৪২৬

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়   ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

বাংলা নববষর্ উৎসব বাঙালির জীবনে কিসের প্রতীক?

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি   বাংলা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

বাংলা নববষর্

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

রাকিব সংবাদকমীর্ হিসেবে ইংল্যান্ডের রানীর হীরকজয়ন্তী উৎসবে যোগ দিলেন। রানীর প্রজাদশর্ন পবর্ দেখে রাকিবের বাঙালির জাতীয় উৎসবের হারিয়ে যাওয়া অনুষ্ঠানের কথাই মনে এলো।

১৩। উদ্দীপকের রানীর প্রজাদশের্নর সঙ্গে সাদৃশ্যপূণর্ অনুষ্ঠান কোনটি?

ক. পুণ্যাহ

খ. আমানি

গ. কুচকাওয়াজ

ঘ. হালখাতা

সঠিক উত্তর : ক. পুণ্যাহ

১৪। অনুষ্ঠানের মূলভাবটিতে কী ফুটে উঠেছে?

ক. নবাবদের পালনীয় অনুষ্ঠান

খ. অঞ্চলভিত্তিক পালনীয় অনুষ্ঠান

গ. সামরিক শাসন জারি

ঘ. ব্যবসায়ীদের পালনীয় অনুষ্ঠান

সঠিক উত্তর : ক. নবাবদের পালনীয় অনুষ্ঠান

১৫। বৈশাখী মেলা কেন তাৎপযর্পূণর্?

ক. অনেক কিছু কেনা যায় বলে

খ. অনেক মানুষের সমাগম হয় বলে

গ. অনেক বিনোদন পাওয়া যায় বলে

ঘ. আপনজনদের মিলন হয় বলে

সঠিক উত্তর : ঘ. আপনজনদের মিলন হয় বলে

১৬। বাকিতে বিকিকিনি করা লোকজন কোন উৎসবে যোগ দিতেন?

ক. হালখাতায়

খ. পুণ্যাহে

গ. মেলায়

ঘ. ভোজসভায়

সঠিক উত্তর : ক. হালখাতায়

১৭। বাংলা নববষর্ উৎসব বাঙালির জীবনে কিসের প্রতীক?

ক. সৌভাগ্যের

খ. আনন্দের

গ. গৌরবের

ঘ. বিপ্লবের

সঠিক উত্তর : গ. গৌরবের

১৮। দোকানিরা ঝালর কাটা রঙিন কাগজ দিয়ে দোকান সাজাতেন কেন?

ক. বছরের প্রথম দিন বলে

খ. টাকা-পয়সা আদায়ের জন্য

গ. হালখাতার জন্য

ঘ. মিষ্টিমুখ করানোর জন্য

সঠিক উত্তর : গ. হালখাতার জন্য

বাংলা ভাষার জন্মকথা

১। হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯৪৫

খ. ১৯৪৬

গ. ১৯৪৭

ঘ. ১৯৪৮

সঠিক উত্তর: গ. ১৯৪৭

২। ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তভুর্ক্ত শাখা কোনটি?

ক. বাংলা ভাষা

খ. ভারতীয় অনাযর্ ভাষা

গ. ভারতীয় আযর্ভাষা

ঘ. ইউরোপীয় ভাষা

সঠিক উত্তর: গ. ভারতীয় আযর্ ভাষা

৩। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?

বৈদিক

খ. সংস্কৃত

মাগধী

ঘ. অপভ্রংশ

সঠিক উত্তর: ঘ. অপভ্রংশ

৪। আমাদের চোখে কোন ভাষার ইতিহাস ধরা দেয়?

ক. বাংলা

খ. ইংরেজি

গ. আরবি

ঘ. ফারসি

সঠিক উত্তর: ক. বাংলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে