সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ইন্টারনেট-সংযোগ পেতে ব্যবহার করা হয়Ñ
মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি   তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
এসএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রিয় পরীক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো

মডেল টেস্ট

মান-২৫ সময়-২৫ মিনিট

১২। লিখিত তথ্য, ছবি, শব্দ বা ভিডিও কোনো ধরনের কনটেন্ট?

ক. ই-সেবা

খ. কুয়েরি

গ. ডিজিটাল কনটেন্ট

ঘ. শ্বেতপত্র

সঠিক উত্তর : গ. ডিজিটাল কনটেন্ট

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

টিভিতে একটি জরুরি ঘটনার ওপর খবর প্রচারিত হচ্ছিল। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে প্রিয়াংকা সঙ্গে সঙ্গে তার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ প্রদান করে ঘটনাটির লাইভ ভিডিও দেখতে লাগল।

১৩. প্রিয়াংকা ইন্টারনেট সংযোগে যে কাজটি করল তাকে কী বলে?

ক. ইন্টারনেট ব্রাউজিং

খ. ভিডিও স্ট্রিমিং

গ. অ্যানিমেশন

ঘ. বøগ পোস্ট

সঠিক উত্তর : খ. ভিডিও স্ট্রিমিং

১৪. প্রিয়াংকা যে ধরনের ডিজিটাল কনটেন্ট ব্যবহার করেছে তার বৈশিষ্ট্য হলোÑ

র. মোবাইল ফোনে ব্যবহারযোগ্য

রর. লিখিত তথ্যের পরিমাণ বেশি

ররর. এতে অ্যানিমেশন যোগ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

১৫।. ইন্টারনেট-সংযোগ পেতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

ক. রাউটার

খ. মডেম

গ. আইবুক

ঘ. কম্পিউটার

সঠিক উত্তর : খ. মডেম

১৬। ই-লানির্ং নিচের কোন ক্ষেত্রটির সঙ্গে সম্পকির্ত?

ক. কৃষি

খ. স্বাস্থ্য

গ. শিক্ষা

ঘ. বাণিজ্য

সঠিক উত্তর : গ. শিক্ষা

১৭। ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে বেশির ভাগ কোন যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করে?

ক. কম্পিউটার

খ. মোবাইল ফোন

গ. ল্যাপটপ

ঘ. আইপ্যাড

সঠিক উত্তর : খ. মোবাইল ফোন

১৮. সবচেয়ে জনপ্রিয় ই-বুক রিডারের নাম হলোÑ

ক. পকেট বুক

খ. হ্যান্ডবুক

গ. কিন্ডল

ঘ. কম্পিউটার বুক

সঠিক উত্তর : গ. কিন্ডল

১৯. ই-বুক পড়তে ব্যবহৃত বিশেষ ধরনের রিডারকে কী বলা হয়?

ক. স্মাটের্ফান

খ. রিডার

গ. ই-বুক রিডার

ঘ. কম্পিউটার

সঠিক উত্তর : গ. ই-বুক রিডার

২০। কোন ক্ষেত্রে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা রয়েছে?

ক. ফ্রিল্যান্সিং

খ. কল সেন্টারের চাকরি

গ. শিক্ষা প্রদান

ঘ. হাডর্ওয়্যার ইঞ্জিনিয়ারিং

সঠিক উত্তর : ক. ফ্রিল্যান্সিং

২১। কোনটি বিশেষায়িত কাজের ক্ষেত্র?

ক. ই-মেইল

খ. ইন্টারনেট

গ. সাধারণ অফিস সফটওয়্যারের ব্যবহার

ঘ. প্রোগ্রামিং

সঠিক উত্তর : ঘ. প্রোগ্রামিং

২২। শিক্ষার ব্যাপারে ইন্টারনেট যেভাবে ভ‚মিকা রাখতে পারেÑ

র. বিনা মূল্যে শিক্ষাথীের্দর বই সরবরাহ করে

রর. সাহিত্যের ক্লাব খোলার মাধ্যমে

ররর. ই-লানির্ং ব্যবস্থার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২৩। বতর্মান শিক্ষাব্যবস্থা কোনটির ওপর নিভর্র হয়ে পড়েছে?

ক. মোবাইল

খ. টেলিভিশন

গ. শিক্ষা

ঘ. কোচিং

সঠিক উত্তর : গ. শিক্ষা

২৪। ই-বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

ক. স্মাটের্ফান

খ. যে কোনো রিডার

গ. ল্যান্ডফোন

ঘ. ইন্টারনেট

সঠিক উত্তর : ক. স্মাটের্ফান

২৫। ব্যক্তিগত নেটওয়াকর্ ব্যবহার করে কোন প্রক্রিয়ায় শিক্ষাদান করা যায়?

ক. ই-পাব

খ. ইন্টারনেট

গ. কম্পিউটার

ঘ. ই-লানির্ং

সঠিক উত্তর : ঘ. ই-লানির্ং

২৬। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোন ধরনের ক্যারিয়ার?

ক. আইসিটি

খ. রোবোটিক

গ. ব্যবসা

ঘ. ইন্টারনেট

সঠিক উত্তর : ক. আইসিটি

২৭। বিশ্বব্যাপী কমর্সংস্থানের বাজার উন্মুক্ত করেছেÑ

ক. ডেটা

খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

গ কম্পিউটার

ঘ. প্রোগ্রামিং

সঠিক উত্তর : খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

২৮। বিশ্বব্যাপী ক্যারিয়ার গঠনের একটি বড় ক্ষেত্র কোনটি?

ক. কম্পিউটার

খ. জব সাইট

গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ঘ. পত্রিকা

সঠিক উত্তর : গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

২৯। মোবাইল কমিউনিকেশন কোন ধরনের ক্যারিয়ার?

ক. রোবোটিক

খ. তথ্যপ্রযুক্তি

গ. আকিের্টকচার

ঘ. ইন্টারনেট

সঠিক উত্তর : খ. তথ্যপ্রযুক্তি

৩০। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোন ধরনের ক্যারিয়ার?

ক. আইসিটি

খ. রোবোটিক

গ. ব্যবসা

ঘ. ইন্টারনেট

সঠিক উত্তর : ক. আইসিটি

৩৫। ইন্টারনেট-সংযোগ পেতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

ক. রাউটার

খ. মডেম

গ. আইবুক

ঘ. কম্পিউটার

সঠিক উত্তর : খ. মডেম

৩২। অ্যাপস মূলত কী?

ক. হাডর্ওয়্যার

খ. কম্পিউটার অ্যাপ্লিকেশন

গ. সফটওয়্যার

ঘ ইন্টারনেট

সঠিক উত্তর : গ. সফটওয়্যার

৩৩। প্রোগ্রামিং করতে হলে অবশ্যই কোন বিষয়টি জানা প্রয়োজন?

ক. ইন্টারনেট

খ. ওয়েব

গ. কম্পিউটার

ঘ. প্রোগ্রামিং ভাষা

সঠিক উত্তর : ঘ. প্রোগ্রামিং ভাষা

৩৪। ঊ-সধরষ-এর পূণর্ রূপ কোনটি?

ক. ঊষবপঃৎড়হরপ গধরষ

খ. ঊসবৎমবহপু গধরষ

গ. ঊষবপঃৎড় গধরষ

ঘ. ঊধৎহরহম গধরষ

সঠিক উত্তর : ক. ঊষবপঃৎড়হরপ গধরষ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে