বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

রাবিপ্রবিতে শোক দিবস পালিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ আগস্ট ২০১৯, ০০:০০
রাবিপ্রবিতে শোক দিবস পালিত
রাবিপ্রবিতে শোক দিবস পালিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয় ও অস্তায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এ ছাড়া সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে 'বঙ্গবন্ধু মু্যরাল' পর্যন্ত শোকর্ যালি অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এরপর রাঙামাটি জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভিসি প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে