logo
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়   ২৬ আগস্ট ২০১৯, ০০:০০  

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

বাংলা ২য় পত্র

বাংলা ২য় পত্র
ধ্বনি, বর্ণ, সন্ধি

২৮। কণ্ঠনালির মধ্যে ধ্বনিবাহী বাতাস পেয়ে উচ্চারিত ধ্বনিগুলো কী?

ক. জিহ্বামূলীয়

খ. দন্ত্য

গ. কণ্ঠনালীয়

ঘ. তালব্য

সঠিক উত্তর : গ. কণ্ঠনালীয়

২৯। জিহ্বামূলীয় ধ্বনি কোনটি?

ক. খ্‌

খ. ল্‌

গ. ট্‌

ঘ. থ্‌

সঠিক উত্তর : খ. ল্‌

৩০। কণ্ঠনালীয় ধ্বনি কোনটি?

ক. খ্‌

খ. ল্‌

গ. হ

ঘ. থ্‌

সঠিক উত্তর : গ. হ

৩১। কোনটি সক্রিয় উচ্চারক?

ক. জিবের ডগা

খ. দন্তমূল

গ. কোমল তালু

ঘ. ওপরের ঠোঁট

সঠিক উত্তর : ক. জিবের ডগা

৩২। কোনটি নিষ্ক্রিয় উচ্চারক?

ক. জিবের ডগা

খ. কোমল তালু

গ. কুঞ্চিত জিবের ডগা

ঘ. স্বরতন্ত্র

সঠিক উত্তর : খ. কোমল তালু

৩৩। মুখের মধ্যে ফুসফুস-আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?

ক. নাসিকা

খ. স্পৃষ্ট

গ. ঘর্ষণজাত

ঘ. কম্পিত

সঠিক উত্তর : খ. স্পৃষ্ট

৩৪। যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয়, সেগুলোকে কী ধ্বনি বলে?

ক. নাসিকা

খ. স্পৃষ্ট

গ. ঘর্ষণজাত

ঘ. কম্পিত

সঠিক উত্তর : গ. ঘর্ষণজাত

৩৫। ঘর্ষণজাত ধ্বনি আর কী ধ্বনি হিসেবে পরিচিত?

ক. নাসিকা

খ. স্পৃষ্ট

গ. শিস

ঘ. কম্পিত

সঠিক উত্তর : গ. শিস

৩৬। যে ধ্বনি উচ্চারণকালে জিব কম্পিত হয়, তাকে কী ধ্বনি বলে?

ক. নাসিকা

খ. স্পৃষ্ট

গ শিস

ঘ. কম্পিত

সঠিক উত্তর : ঘ. কম্পিত

৩৭। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক. ৩৭টি

খ. ৩৮টি

গ. ৩৯টি

ঘ. ৪০টি

সঠিক উত্তর : গ. ৩৯টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে