logo
শনিবার, ০৬ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৬

  সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়   ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বৃক্ষনিধনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয়

থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

অধ্যায় ৮

২। দুর্যোগ কয় ধরনের?

ক. পাঁচ

খ. চার

গ. তিন

ঘ. দুই

সঠিক উত্তর : ঘ. দুই

৩। কাজের খোঁজে মানুষ কোথায় ছুটছে?

ক. রাজধানীতে

খ. গ্রামে

গ. শহরে

ঘ. বিদেশে

সঠিক উত্তর : গ. শহরে

৪। নিচে বায়ুর মূল উপাদান কোন দুটি?

ক. নাইট্রোজেন ও মিথেন

খ. অক্সিজেন ও নাইট্রোজেন

গ. মিথেন ও অক্সিজেন

ঘ. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড

সঠিক উত্তর : খ. অক্সিজেন ও নাইট্রোজেন

৫। নিচের কোনটির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে?

ক. বৃক্ষরোপণ

খ. বৃক্ষনিধন

গ. সামাজিক বনায়ন

ঘ. পরিকল্পিত বনায়ন

সঠিক উত্তর : খ. বৃক্ষনিধন

৬। 'গ্রিনহাউস প্রতিক্রিয়া' মূলত কী?

ক. বায়ুমন্ডলে কতগুলো গ্যাস বৃদ্ধির কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিই 'গ্রিনহাউস প্রতিক্রিয়া'

খ. ওজোন গ্যাসে গঠিত একটি আচ্ছাদন

গ. অক্সিজেন গ্যাসের আরেক নাম

ঘ. সবুজের সমারোহ

সঠিক উত্তর : ক. বায়ুমন্ডলে কতগুলো গ্যাস বৃদ্ধির কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিই 'গ্রিনহাউস প্রতিক্রিয়া'

৭। গ্রিনহাউস গ্যাসের আরেক নাম কী?

ক. সবুজ গ্যাস

খ. তাপ বৃদ্ধিকারক গ্যাস

গ. রঙিন গ্যাস

ঘ. তাপহীন গ্যাস

সঠিক উত্তর : খ. তাপ বৃদ্ধিকারক গ্যাস

৮। গ্রিনহাউস গ্যাস পৃথিবীর চারদিকে বায়ুমন্ডলে কিসের মতো আচ্ছাদন তৈরি করে?

ক. ছাতার মতো

খ. ডিমের মতো

গ. চাদরের মতো

ঘ. গোলকের মতো

সঠিক উত্তর : গ. চাদরের মতো

৯. বৈশ্বিক উষ্ণায়নের ফলে কী হচ্ছে?

ক. পৃথিবী সবুজ হচ্ছে

খ. সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে

গ. বায়ুমন্ডল শীতল হচ্ছে

ঘ. পৃথিবী ক্রমাগত ঠান্ডা হচ্ছে

সঠিক উত্তর : খ. সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে

১০. নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. মিথেন

ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন

সঠিক উত্তর : গ. মিথেন

১১. মানুষের সৃষ্ট গ্যাস নিচের কোনটি?

ক. সিএফসি

খ. নাইট্রোজেন

গ. অক্সিজেন

ঘ. মিথেন

সঠিক উত্তর : ক. সিএফসি

১২. সিএফসির পূর্ণরূপ কী?

ক. ক্লিন ফ্লোরো কার্বন

খ. ক্লিয়ার ফ্লোরো কার্বন

গ. ক্লোরো ফ্লোরো কার্বন

ঘ. ক্লোরো ফ্লাওয়ার কার্বন

সঠিক উত্তর : গ. ক্লোরো ফ্লোরো কার্বন

১৩. হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ নিচের কোনটি?

ক. এইচসিএফসি

খ. এইচটিএফসি

গ. এইচডিএফসি

ঘ. এইচএইচএফসি

সঠিক উত্তর : ক. এইচসিএফসি

১৪. গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?

ক. ২০

খ. ২২

গ. ২৩

ঘ. ২৫

সঠিক উত্তর : ঘ. ২৫

১৫. গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?

ক. ১৯ ভাগ

খ. ২০ ভাগ

গ. ২১ ভাগ

ঘ. ২২ ভাগ

সঠিক উত্তর : ক. ১৯ ভাগ

১৬. গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে মিথেনের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?

ক. ৭০ ভাগ

খ. ৮০ ভাগ

গ. ৯০ ভাগ

ঘ. ১০০ ভাগ

সঠিক উত্তর : ঘ. ১০০ ভাগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে