বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
বর্তমানে তথ্যের জন্য নির্ভর করা হয়-

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায়-২

৭১। তথ্য যে যত দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে, সে তত কী হবে?

ক. দুর্বল

খ. সচেতন

গ. শক্তিশালী

ঘ. বিপদমুক্ত

সঠিক উত্তর: গ. শক্তিশালী

৭২। কিসের মধ্য দিয়ে তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়?

ক. সুইচ

খ. হাব

গ. রাউটার

ঘ. মডেল

সঠিক উত্তর: খ. হাব

অধ্যায়-৩

১। বর্তমানে সব রকম তথ্যের জন্য কিসের ওপর নির্ভর করা হয়?

ক. টিভি

খ. পত্রিকা

গ. ইন্টারনেট

ঘ. রেডিও

সঠিক উত্তর : গ. ইন্টারনেট

২। বর্তমানে কোনটির ব্যবহার সবাইকে একসঙ্গে যুক্ত করেছে?

ক. রেডিও

খ. নেটওয়ার্ক

গ. সার্ভার

ঘ. ইন্টারকম

সঠিক উত্তর : খ. নেটওয়ার্ক

৩। ই-টেন্ডারিং চালু হওয়ার ফলে কী হয়েছে?

ক. দুর্নীতি করার সুযোগ কমে গেছে

খ. দুর্নীতি করার সুযোগ কমতে পারে

গ. দুর্নীতি করার সুযোগ বাড়তে পারে

ঘ. দুর্নীতি করার সুযোগ বেড়ে গেছে

সঠিক উত্তর : ক. দুর্নীতি করার সুযোগ কমে গেছে

৪। প্রতিটি নেটওয়ার্কের অবশ্যই কোনটি থাকতে হবে?

ক. হ্যাকার

খ. নিরাপত্তাব্যবস্থা

গ. কম্পিউটার

ঘ. মোবাইল ফোন

সঠিক উত্তর: খ. নিরাপত্তাব্যবস্থা

৫। বর্তমান জীবনকে সুন্দর ও নিরাপদ করেছে কোনটি?

ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

খ. ইন্টারনেট

গ. টেলিভিশন

ঘ. মোবাইল ফোন

সঠিক উত্তর: ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

৬। নিরাপত্তার অদৃশ্য দেয়ালকে কী বলে?

ক. ফায়ার ফক্স

খ. ফায়ারওয়াল

গ. মজিলা ফক্স

ঘ. সেফটি

সঠিক উত্তর: খ. ফায়ারওয়াল

৭। কোনটির ব্যবহার রাষ্ট্র পরিচালনায় নিরাপত্তা দিতে পারে?

ক. মোবাইল ফোন

খ. টেলিভিশন

গ. রেডিও

ঘ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

সঠিক উত্তর: ঘ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

৮। অন্যের তথ্য দেখা ও তথ্য সরিয়ে নেয়া বা নষ্ট করাকে কী বলে?

ক. হ্যাক খ. হাঙ্গার

গ. হ্যাকিং ঘ. হ্যাকার

সঠিক উত্তর: গ. হ্যাকিং

৯। যারা হ্যাকিং করে তাদের কী বলে?

ক. হ্যাকিং

খ. ফায়ারওয়্যার

গ. হ্যাক

ঘ. হ্যাকার

সঠিক উত্তর: ঘ. হ্যাকার

১০। নিচের কে হ্যাকার?

ক. মাইকেল ক্যালসি

খ. মাইকেল ক্যালিস

গ. মাইকেল ক্যালড্রিন

ঘ. মাইকেল জ্যাকার

সঠিক উত্তর: ক. মাইকেল ক্যালসি

১১। মাইকেল ক্যালসি কোন ধরনের প্রতিষ্ঠানে হ্যাক করেছিলেন?

র. ডেল

রর. ইয়াহু

ররর. আমাজন

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে