logo
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১ ফাল্গুন ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ২০ জানুয়ারি ২০২০, ০০:০০  

ঢাবিতে প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের উদ্যোগে 'অফিস ব্যবস্থাপনা'বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা ১৮ জানুয়ারি মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান। এতে অতিরিক্ত সচিব মো. জাফর ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন যথাক্রমে 'ফাইল ম্যানেজমেন্ট' এবং 'কর্মকর্তার পালনীয় কোড অফ কন্ডাক্ট' বিষয়ে আলোচনা করেন। 'ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সের ভিত্তিতে কর্মকর্তার পালনীয় দায়িত্ব ও প্রশ্ন-উত্তর' পর্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান। এসময় সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এটিএম সামছুজ্জোহা উপস্থিত ছিলেন।

উলেস্নখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এই কর্মশালায় অংশ নেন। সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করে আসছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে