logo
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১ ফাল্গুন ১৪২৬

  সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর   ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০  

৮ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৮ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়
রায়েরবাজার বধ্যভূমি
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

দ্বিতীয় অধ্যায়

৮২। সংবাদ পরিক্রমা প্রচার করত কোন রেডিও স্টেশন?

(ক) আকাশবাণী

(খ) আল জাজিরা

(গ) সিএনএন

(ঘ) বাংলাদেশ বেতার

সঠিক উত্তর : (ক) আকাশবাণী

৮৩। ঢাকার রায়েরবাজারে কী অবস্থিত?

(ক) স্মৃতিসৌধ

(খ) বধ্যভূমি

(গ) শহিদ মিনার

(ঘ) ক্যান্টেনমেন্ট

সঠিক উত্তর : (খ) বধ্যভূমি

৮৪। মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রম্নমুক্ত জেলা কোনটি?

(ক) যশোর

(খ) কুমিলস্না

(গ) সিলেট

(ঘ) চট্টগ্রাম

সঠিক উত্তর : (ক) যশোর

৮৫। কত তারিখে যৌথ বাহিনী গঠিত হয়?

(ক) ১০ মে ১৯৭০

(খ) ৩০ আগস্ট ১৯৭১

(গ) ১৭ নভেম্বর ১৯৭১

(ঘ) ২১ নভেম্বর ১৯৭১

সঠিক উত্তর : (ঘ) ২১ নভেম্বর ১৯৭১

৮৬। কখন পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় মেনে নিয়ে যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করে?

(ক) ১৪ ডিসেম্বর ১৯৭১

(খ) ১৫ ডিসেম্বর ১৯৭১

(গ) ১৬ ডিসেম্বর ১৯৭১

(ঘ) ১৭ ডিসেম্বর ১৯৭১

সঠিক উত্তর : (গ) ১৬ ডিসেম্বর ১৯৭১

৮৭। কারা পাকিস্তানি বাহিনীদের সহায়তার জন্য সহযোগী বাহিনী গঠন করে?

(ক) মুসলিম লীগ ও জামায়াতে ইসলামী

(খ) মুসলিম লীগ ও কংগ্রেস

(গ) জামায়াতে ইসলামী ও ন্যাপ

(ঘ) মুসলিম লীগ ও ন্যাপ

সঠিক উত্তর : (ক) মুসলিম লীগ ও জামায়াতে ইসলামী

৮৮। কোন সম্প্রদায় পাকিস্তানি হানাদের নির্বিচারে হত্যার শিকার হন?

(ক) চাকমা সম্প্রদায়

(খ) অবলা নারী

(গ) আওয়ামী লীগ নেতাকর্মী

(ঘ) হিন্দু সম্প্রদায়

সঠিক উত্তর : (ঘ) হিন্দু সম্প্রদায়

৮৯। আত্মসমর্পণ দলিলে যারা স্বাক্ষর করেন-

(ক) লে. জেনারেল ওসমানী ও লে. জেনারেল নিয়াজী

(খ) লে. জেনারেল টিক্কা খান ও লে. জেনারেল জগজিৎ সিং অরোরা

(গ) লে. জেনারেল জগজিৎ সিং অরোরা ও লে. জেনারেল নিয়াজী

(ঘ) লে. জেনারেল ওসমানী ও রাও ফরমান আলী

সঠিক উত্তর : (গ) লে. জেনারেল জগজিৎ সিং অরোরা ও লে. জেনারেল নিয়াজী

৯০। যৌথ বাহিনীর কাছে কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে?

(ক) ৯০ হাজার জন সৈন্য

(খ) ৯১ হাজার ৬৩৪ জন সৈন্য

(গ) ৯২ হাজার ৬৩৪ জন সৈন্য

(ঘ) ৯৩ হাজার জন সৈন্য

সঠিক উত্তর : (খ) ৯১ হাজার ৬৩৪ জন সৈন্য

৯১। অপারেশন সার্চলাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক নিহত হন?

(ক) ১০ জন

(খ) ১৫ জন

(গ) ২০ জন

(ঘ) ৩০ জন

\হসঠিক উত্তর : (ক) ১০ জন

৯২। মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সহযোগিতার ফল হলো-

(র) স্বাধীনতা অর্জন

(রর) নিজেদের স্বার্থ লাভ

(ররর) পাকবাহিনী উচ্ছেদ

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ো ৯৩ এবং ৯৪নং প্রশ্নের উত্তর দাও : সিরাজ স্যার ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি রণাঙ্গনে কীভাবে পাকবাহিনীর মোকাবেলা করেছিলেন তার বর্ণনা দিচ্ছিলেন। তিনি বলেন প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা পাকবাহিনীর ওপর ব্যাপক আক্রমণ চালায়। পাকবাহিনীকে পরাস্ত করতে এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে ১৩ নভেম্বর ১৯৭১ এ আরও এক শক্তি মুক্তিবাহিনীর সঙ্গে যোগ হয়।

৯৩। উদ্দীপকে উলিস্নখিত ১৩ নভেম্বর যোগ হওয়া অপর শক্তি কী ছিল?

(ক) আধুনিক যুদ্ধাস্ত্র

(খ) অ্যাটোম বোমা

(গ) পারমাণবিক বোমা

(ঘ) দুই ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য

সঠিক উত্তর : (ঘ) দুই ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য

৯৪। ১৩ নভেম্বর যোগ হওয়া শক্তির উদ্দেশ্য হলো-

(র) অর্জিত স্বাধীনতা ভাগাভাগি করে নেওয়া

(রর) যৌথ কমান্ড গঠন করা

(ররর) রণাঙ্গনকে ৪টি সেক্টরে বিভক্ত করে যুদ্ধ পরিচালনা করা।

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে