বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জানার আছে অনেক কিছু

  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন : বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশ কাল কখন?

উত্তর : ষোড়শ শতকে।

প্রশ্ন : শাক্ত পদাবলি কোন শতকের সাহিত্য ছিল?

উত্তর : আঠারো শতক।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলি সাহিত্যের আদি কবি কে কে?

উত্তর : বিদ্যাপতি ও চন্ডীদাশ।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলি সাহিত্যের চতুষ্টয় কে কে?

উত্তর : বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস।

প্রশ্ন : বিদ্যাপতি ও চন্ডীদাশ কোন শতকের কবি?

উত্তর : চতুর্দশ শতক।

প্রশ্ন : জ্ঞানদাস ও গোবিন্দ দাস কোন শতকের কবি?

উত্তর : ষোড়শ শতক।

প্রশ্ন : বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলি রচনা করেছেন?

উত্তর : ব্রজবুলি ভাষায়।

প্রশ্ন : বৈষ্ণব পদাবালি সাহিত্যের উলেস্নখ্যযোগ্য কবি কে কে?

উত্তর : বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, য়েশারাজ খান, চাঁদকাজী, রামচন্দ বসু, বলরাম দাস, নরহরি দাস, বৃন্দাবন দাস, বংশীবদন, বাসুদেব, অনন্ত দাস, লোচন দাস, শেখ কবির, সৈয় দ সুলতান, আলাওল, দীন চন্ডীদাস, চন্দ্রশেখর, হরিদাস, শিবরাম, করম আলী, পীর মুহম্মদ, হীরামনি, ভবানন্দ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে