বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

একুশের বিশেষ নাটকে পূর্ণিমা বৃষ্টি

বিনোদন রিপোর্ট
  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
একুশের বিশেষ নাটকে পূর্ণিমা বৃষ্টি

আগামী ২১ ফেব্রম্নয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের বিশেষ নাটক 'ভিন্ন জনস্রোত'-এ অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয় মুখ পূর্ণিমা বৃষ্টি। জামাল হোসেনের 'একুশ ও সাদেকুজ্জামানের পরিবার' গল্প অবলম্বনে 'ভিন্ন জনস্রোত' নাটকটি নির্মিত হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গত ১৬ ও ১৭ ফেব্রম্নয়ারি তিনদিনব্যাপী রাজধানীর বিভিন্ন লোকশনে, গাজীপুরের পুবাইল ও খতিম খামার বাড়িতে নাটকটির বিভিন্ন দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। এতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বৃষ্টি বলেন, ভিন্ন জনস্রোত নাটকটিতে অভিনয়ের পূর্বে আমি শ্রদ্ধেয় জামাল হোসেনের 'একুশ' ও সাদেকুজ্জামানের 'পরিবার' গল্পটি আমি মনোযোগ দিয়ে পড়েছি। আমার চরিত্রটি এই গল্প থেকে নিজের মধ্যে অনুধাবন করার চেষ্টা করেছি। পরবর্তীতে ভিন্ন জনস্রোত স্ক্রিপ্ট থেকে তা আরো ভালোভাবে অনুভব করার চেষ্টা করেছি। যে কারণে শুটিং-এর সময় আমার চরিত্রটি নিজের মধ্যে লালন করতে তেমন কোনো সমস্যা হয়নি। সত্যি বলতে কী আমি মন দিয়ে এখন অভিনয় করার চেষ্টা করি। বেছে বেছে ভালো ভালো গল্পের চ্যালেঞ্জিং চরিত্রগুলোই করার চেষ্টা করি। ভিন্ন জনস্রোত ঠিক তেমনি একটি নাটক। কাজটি করে আমি যেমন আনন্দিত, ঠিক তেমনি গর্বিতও বটে। কারণ এটি একুশের নাটক। আমাদের ভাষা সংগ্রামের নাটক। নাটকটি আমার অভিনয় জীবনের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে