logo
শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৬

  বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি   ২৯ মে ২০২০, ০০:০০  

বকশীগঞ্জে সংঘর্ষে ইউপি সদস্য আহত

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় এক ইউপি সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য করিমুজ্জমান করিমের (৩৫) সঙ্গে একই গ্রামের খোকন গংদের পারিবারিক বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে ফেরার পথে করিমুজ্জামান করিমকে বাড়ির পাশে খোকনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে ইউপি সদস্য করিম আহত হন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, এ ঘটনায় ইউপি সদস্যের ভাই ফরিদুজ্জামান ফরিদ থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে