বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

রায়গঞ্জে পরীক্ষা ছাড়াই লকডাউনে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ১১ জুলাই ২০২০, ০০:০০
রায়গঞ্জে পরীক্ষা ছাড়াই লকডাউনে

সিরাজগঞ্জের রায়গঞ্জে করোনার পরীক্ষা না করেই একটি পরিবারকে লকডাউন করার অভিযোগ পাওয়া গেছে। রায়গঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে কোরবান আলীর পরিবারে এ ঘটনা ঘটে। পৌরসভার ১নং ওয়ার্ডের গুচ্ছগ্রামে গিয়ে দেখা যায়, পরিবারটি পুরোপুরিভাবে লকডাউনে আছে। লাল পতাকা টাঙিয়ে বাঁশ দিয়ে বাড়িতে যাতায়াতের পথ আটকানো হয়েছে। জানা গেছে, লকডাউনের কারণে পরিবারটিতে খাদ্য সংকট দেখা দিয়েছে।

১নং ওয়ার্ড কমিশনার নুরনবী সরকার বলেন, কোরবানের স্ত্রী যে বাড়িতে কাজ করতেন সেখানকার দুইজনের করোনা শনাক্ত হওয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে তাদের এ অবস্থায় রাখা হয়েছে।

পৌর মেয়র আব্দুলস্নাহ আল পাঠান বলেন, সতর্কতার জন্য পরিবারটিকে লকডাউন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই এটা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে