বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

চিলমারীতে মাংস বিক্রেতার জরিমানা

  ১১ আগস্ট ২০১৯, ০০:০০
চিলমারীতে মাংস বিক্রেতার জরিমানা

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের চিলমারীতে ভেজাল মাংস বিক্রির দায়ে আব্দুল মালেক নামে এক মাংস বিক্রেতার ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকালে উপজেলার এলএসডি মোড়ের ওই মাংস বিক্রেতার দোকানে অভিযান চালিয়ে এ অর্থদন্ডাদেশ প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, ওইদিন অভিযোগ পেয়ে এলএসডি মোড়ের মাংস বিক্রেতা আ. মালেকের দোকানে আসেন সেনেটারি ইন্সপেক্টর আরশাদ আলী ও চিলমারী মডেল থানার এসআই শরীফ উদ্দিন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়। ইউএনও শাহ মো. শামসুজ্জোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে