বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সীতাকুন্ডে কালী মন্দিরে চুরি!

  ১১ আগস্ট ২০১৯, ০০:০০
সীতাকুন্ডে কালী মন্দিরে চুরি!

সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুন্ড চন্দ্রনাথধামের রেলওয়ে বটতলা কালীমন্দিরে গত শুক্রবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। মন্দির পরিচালনা কমিটির সদস্য নিতাই বণিক জানান, সকালে মন্দিরের সেবায়েত টুলু চক্রবর্তী মন্দিরে পুজা দিতে গিয়ে দরজা খুলে জানালার গ্রিল ভাঙা দেখতে পান। তিনি আশপাশের সবাইকে বিষয়টি জানান। চোরেরা মন্দিরের মূর্তির গলায় থাকা ৩টি স্বর্ণের চেইন, কাঁসের থালা ও লকেট চুরি করে নিয়ে গেছে। এছাড়া মন্দিরের দানবাক্সটি ভেঙে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। গত বছরও বটতলা কালী মন্দিরে কয়েকদফা চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলাওয়ার হোসেন জানান, মন্দিরে চুরির ঘটনায় কেউ থানায় অবগত করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে