শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে দুদকের অভিযানে আটক ৬

নতুনধারা
  ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, দিনাজপুর এবং ঠাকুরগাঁও প্রতিনিধি

৫টি ভুয়া প্রকল্প তৈরি করে ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল ঠাকুরগাঁও খাদ্য কর্মকর্তা (ওসি এলএসডি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও এক জনপ্রতিনিধিসহ ৬ জনকে আটক করেছে।

বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনার নেতৃত্বে দুদকের একটি দল ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। সন্ধ্যায় তাদের দিনাজপুর দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন (নির্মল), ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া, ঠাকুরগাঁও সদর খাদ্য নিয়ন্ত্রক বিপস্নব কুমার সিংহ রায়, ঠাকুরগাঁও জেলার গড়েয়াহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈদুল ইসলাম, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মদ, শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম গোলাম মোস্তফা। দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, আটককৃতরা পরষ্পরের যোগসাজস ও জালিয়াতিমূলকভাবে কাগজপত্র তৈরি করে অসৎ উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ের মাহালিয়াহাট বাজার জামে মসজিদ, মাধবপুর উন্নয়ন যুব সংঘ, মাধবপুর ফোরকানিয়া মাদ্রাসা, মাধবপুর রামকৃষ্ণ মন্দির ও ব্যারিস্টার জামে মসজিদের নামে ৫টি প্রকল্পের ৬ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন। যার আনুমানিক মূল্য দুই লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75524 and publish = 1 order by id desc limit 3' at line 1