বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ছেলে হত্যার বিচারে মায়ের মানববন্ধন

  ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০
ছেলে হত্যার বিচারে মায়ের মানববন্ধন
মানববন্ধনে মা রুপিয়া বেগম

যাযাদি রিপোর্ট

ছেলে মেহেদী হাসান রাব্বির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন করেছে মা রুপিয়া বেগম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।

মানববন্ধনে রুপিয়া বেগম বলেন, গত ২৩ জুলাই অনুমানিক সন্ধ্যা ৬টায় একই গ্রামের আতিকুর রহমান সোহাগ, মুক্তার আলি, তাজিম হোসাইন, অপু মিয়া, লিয়াকত আলী, আমির আলীসহ তার আত্মীয়স্বজনরা আমার ছেলে মেহেদি হাসান রাব্বিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তিনি আরও বলেন, তাদের নামে সুনামগঞ্জে মামলা হলে হাইকোর্ট থেকে তিন সপ্তাহের অগ্রিম জামিন নিয়ে আসার পর প্রতিনিয়ত আমাকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে। এমনকি যারা সাক্ষী দিতে চেয়েছেন তাদেরকেও খুন করার হুমকি দিচ্ছে। এ সময় তিনি অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। মানববন্ধনে রুপিয়া বেগমসহ তার এলাকাবাসী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে