logo
সোমবার, ০৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ৩০ জুন ২০২০, ০০:০০  

২০ বছর কোচিং করাব না : জিদান

কোচ হিসেবে দারুণ সব সাফল্য পেয়েছেন। জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, স্প্যানিশ কাপসহ আরও অনেক কিছু। এরপরও দীর্ঘ দিন এই পেশায় না থাকার কথাই ভাবছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে কোচিং ক্যারিয়ার নিয়ে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানান জিদান। তার মতে, খেলোয়াড় হিসেবেই ভালো ছিলেন। তিনি বলেন, 'কোচের চেয়ে ফুটবলার হিসেবে আমি ভালো ছিলাম। যদিও যেটা করছি, তা নিয়ে আমি খুশি, কিন্তু কোচ-ফুটবলার পরিচয় নিয়ে আমার ভাবনাটা এরকমই। আমি ২০ বছর ধরে কোচিং করাব না। জানি না কত বছর কোচিং করাব; আমি কোনোকিছু নিয়ে পরিকল্পনা করি না; প্রতিদিনের কাজই আমাকে অনুপ্রাণিত করে। তারপর আমি অন্যকিছু করব।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে