বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

৭.৭১ শতাংশ বৃদ্ধিতে বাকৃবির নতুন বাজেট ৩৮৮ কোটি টাকা

বাকৃবি প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ১৭:৩৮
৭.৭১ শতাংশ বৃদ্ধিতে বাকৃবির নতুন বাজেট ৩৮৮ কোটি টাকা
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৮৮২৯ লক্ষ বা, ৩৮৮.২৯ কোটি টাকার বাজেট অনুমোদন পেয়েছে। আগের অর্থবছর ২০২৪-২৫ এর তুলনায় চলতি অর্থবছরে বাজেট বরাদ্দ ৭.৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয় সূত্রে বিষয়টি জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জন্য প্রণীত চাহিদা বাজেটে প্রায় ৪৫৮.২৭ কোটি টাকা দেখানো হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ৩৮৮.২৯ কোটি টাকার সিলিং নির্ধারণ করে দেওয়া হয়। এই নির্ধারিত সীমার মধ্যেই বাজেট পুনর্গঠন (রিকাস্ট) করা হয়েছে।

সূত্র আরও জানায়, গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্বে থাকা) অধ্যাপক ড. হুমায়ুন কবির ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন করেন। সিন্ডিকেট সভায় সর্বমোট ৩৮৮.২৯ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ইউজিসির পক্ষ থেকে সরকারি অনুদান ৩৭৪.৯৯ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১৩.৩০ কোটি টাকা হিসেবে ধরা হয়েছে। মোট আয় নির্ধারণ করা হয়েছে ৩৮৮.২৯ লক্ষ টাকা।

ব্যয়ের খাত অনুযায়ী বাজেটে বেতন ও ভাতাদির জন্য (বিশেষ সুবিধাসহ) প্রায় ১৮৩.৬৭ কোটি টাকা, সাধারণ পণ্য ও সেবা সহায়তা খাতে প্রায় ৫৩.৫৯ কোটি টাকা, মেরামত ও সংরক্ষণ বাবদ পণ্য ও সেবা সহায়তা খাতে প্রায় ৯.২০ কোটি টাকা, পেনশন ও অবসর সুবিধা (অবসরভোগীদের জন্য বিশেষ সুবিধাসহ) বাবদ ১১৭.৫০ কোটি টাকা, গবেষণা অনুদানে ১৫.৩৩ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে ৭৫ লক্ষ টাকা, অন্যান্য অনুদানে প্রায় ২.৮২ কোটি টাকা এবং মূলধন অনুদানে ৫.৪৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়াও, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত রিকাস্ট বাজেটে প্রায় ৩৭৯.১৯ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে