logo
শনিবার, ০৮ আগস্ট ২০২০, ২৪ শ্রাবণ ১৪২৬

  ক্রীড়া প্রতিবেদক   ১৫ জুলাই ২০২০, ০০:০০  

বাংলাদেশ-ভারতের শক্তিতে পার্থক্য দেখছেন না তপু

ভারতের কথা যদি বলি, ওদের মাটিতেই ওদের বিপক্ষে ম্যাচটা আমরা বলতে গেলে জিতেই গিয়েছিলাম। ম্যাচের প্রায় শেষ মুহূর্তে এসে ৮৯ মিনিটে আমরা গোল খেয়েছিলাম। এটাকে আমি আমাদের দুর্ভাগ্যই বলব। -তপু বর্মণ

বাংলাদেশ-ভারতের শক্তিতে পার্থক্য দেখছেন না তপু
জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ -ওয়েবসাইট

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর ও নভেম্বরে আবারও মাঠে দেখা যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। এর আগে আগস্টে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। জাতীয় দলের নিয়মিত ডিফেন্ডার তপু বর্মণ মনে করেন এই সময়ের মধ্যে ভালো প্রস্তুতি গ্রহণ করে হোম ম্যাচগুলোতে ভালো কিছুই করবে লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে তিন প্রতিপক্ষের মধ্যে ভারত ও আফগানিস্তানকে সহজ প্রতিপক্ষই মানছেন এই ডিফেন্ডার। তবে ওমানের বিপক্ষে লড়াইটা যে বেশ কঠিন হবে তার ইঙ্গিত দিলেন তপু বর্মণ। যদিও দীর্ঘদিন ধরে মাঠের বাইরে টিম বাংলাদেশ। তারপরও তপু মনে করছেন মূল ম্যাচের আগে যে সময়টুকু মিলছে তাই পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট। এ প্রসঙ্গে ডিফেন্ডার তপু বলেছেন, 'আমরা আফগানিস্তানের বিপক্ষে প্রথম হোম ম্যাচ খেলব অক্টোবরের ৮ তারিখে। আমরা প্রায় সাড়ে তিন মাস ধরে অনুশীলনের বাইরে। তারপরও যেহেতু আমাদের ক্যাম্প শুরু হবে আগস্টে- তাই প্রস্তুতির জন্য আমরা পর্যাপ্ত সময় হাতে পাব।' বাংলাদেশের পরবর্তী ৪ ম্যাচের তিনটিই নিজেদের ঘরের মাটিতে। এই ম্যাচগুলোতে কতটা সম্ভাবনা দেখছেন? জানতে চাইলে তপু বলেছেন, 'আমার মনে হয় যারা হোম ম্যাচ খেলে তারা সব সময়ই বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে থাকে। আমি আশা করি হোম ম্যাচগুলোতে আমরাও ভালো কোনো ফলাফলই করতে পারব।' ঘরের মাঠের তিন প্রতিপক্ষ সম্পর্কে আপনি কী ভাবছেন? তপু জানালেন, 'আফগানিস্তানের বিপক্ষে আমাদের অ্যাওয়ে ম্যাচটি আমরা লড়াই করে হেরেছি। তাজিকিস্তানে তাদের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে আমরা ম্যাচটিতে হেরে গিয়েছিলাম। কিন্তু দল হিসেবে তুলনা করলে আমরা আফগানিস্তান থেকে অনেক ভালো দল। কারণ আমরা অ্যাওয়ে ম্যাচে তাজিকিস্তানে অনেক ভালো পারফরম্যান্স করেছি। ঘরের মাঠে তাদের বিপক্ষের ম্যাচ নিয়ে আমি আশাবাদী। আশা করছি আফগানিস্তানের বিপক্ষে খুবই ভালো একটি ফল আমরা করব। কোনো পজিটিভ রেজাল্টই হবে ওই ম্যাচে।' ভারতের ম্যাচ প্রসঙ্গে তপু বলেন, 'আর ভারতের কথা যদি বলি, ওদের মাটিতেই ওদের বিপক্ষে ম্যাচটা আমরা বলতে গেলে জিতেই গিয়েছিলাম। ম্যাচের প্রায় শেষ মুহূর্তে এসে ৮৯ মিনিটে আমরা গোল খেয়েছিলাম। এটাকে আমি আমাদের দুর্ভাগ্যই বলব।' 'অ্যাওয়ে ম্যাচেই ভারতের বিপক্ষে আমরা যে রকম পারফরম্যান্স করেছি, আমার মনে হয় ঘরের মাঠে সেটা অনেক বড় প্রভাব ফেলবে। তাছাড়া তাদের সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি। কারণ তাদের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। এখন তাদের যে কন্ডিশন; আর আমাদের যে অবস্থান; তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো পার্থক্য আছে বলে আমি মনে করছি না। এ ম্যাচে দু'দলেরই সম্ভাবনা ফিফটি ফিফটি। যেহেতু হোম ম্যাচ। তাই আমরা হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ পাব। তাই এ ম্যাচেও ফলাফল আমাদের পক্ষেই থাকবে বলে আমার বিশ্বাস।' যোগ করেন তপু। বাংলাদেশের শেষ হোম ম্যাচে প্রতিপক্ষ ওমান। এই দলটি সম্পর্কে তপুর অভিমত হলো, 'ওমানের অবস্থা আমরা জানি। তারা অনেক কঠিন প্রতিপক্ষ। এ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে যে কয়টি ম্যাচ আমরা খেলেছি, তার মধ্যে ওমানের ম্যাচটাকে সব থেকে কঠিন ম্যাচ মনে হয়েছে। তাদের মাটিতে আমরা ৪-১ গোলে হেরে গিয়েছিলাম। তবে এখন তারা আমাদের মাটিতে খেলবে। তাই আমাদের চেষ্টা থাকবে তাদের আটকে দেওয়ার, তাদের বিপক্ষে ভালো পারফরম্যান্স করার। আমি মনে করি, একটা দল হয়ে দলগত পারফরম্যান্স করতে পারলে যেকোনো টিমের সঙ্গেই ভালো ফলাফল করা সম্ভব। তাই তিনটি হোম ম্যাচেই ভালো ফলাফল আশা করছি।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে