logo
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

শেষের খুব কাছে আছেন মেসি

অবসর খুব কাছে- ব্যালন ডি'অর অনুষ্ঠানে লিওনেল মেসির এমন কথায় চমকে গিয়েছিল ফুটবল বিশ্ব। পরে অধিনায়কের বার্সা সতীর্থ সুয়ারেজের ব্যাখ্যা ছিল, উত্তেজনার বশে এমন কথা বলে ফেলেছেন মেসি। কোচ আর্নেস্তো ভালভার্দের আবার উল্টো মত, সত্যিটাই বলে ফেলেছেন ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মহাতারকা। সঙ্গে যোগ করেছেন, অবসরের ঘোষণা যেন সহজভাবেই মেনে নেন মেসি ভক্তরা।

'এটাই প্রকৃতির নিয়ম, এটাই স্বাভাবিক। লিওর বয়স এখন ৩২ এবং আমি মনে করি না এখনই সে অবসর নিয়ে নিচ্ছে।' রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে বলছিলেন ভালভার্দে। 'তবে আমার মনে হয় না আমাদের উত্তেজিত হওয়া উচিত। সবার উচিত এটা স্বাভাবিকভাবেই নেয়া। একটা বয়সে পা পড়লে সবারই অবসর ভাবনা আসে। তাই বলে এমন নয় আগামী তিন দিনের মধ্যেই মেসি অবসরে যাচ্ছে।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে