বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

গোদরেজ নম্বর ওয়ান রোজ সাবান এখন বাংলাদেশে

  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
গোদরেজ নম্বর ওয়ান রোজ সাবান এখন বাংলাদেশে
গোদরেজ নম্বর ওয়ান রোজ সাবান এখন বাংলাদেশে

গোদরেজ হাউসহোল্ড প্রোডাক্টস্‌ বাংলাদেশ প্রা. লি., বাংলাদেশে একটি অন্যতম প্রধান এফ এম সি জি কোম্পানি, গতকাল এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে 'গোদরেজ নম্বর ওয়ান রোজ সাবান'-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। ঢাকার পস্নাটিনাম হোটেলে কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে গোদরেজ নম্বর ওয়ান রোজ সাবানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদরেজ হাউসহোল্ড প্রোডাক্টস্‌ বাংলাদেশ প্রা. লি.-এর কান্ট্রি ম্যানেজার মি. আনান্দ্‌ সিং ও মার্কেটিং কনসার্ন মিস রেহান আনোয়ার শান্তা। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে