শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

পার্বতীপুরে বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষকেরা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ১৩:৫৭
ছবি: যায়যায়দিন

দেশের উত্তরাঞ্চলের উদ্বৃত্ত খাদ্য ভান্ডার দিনাজপুর জেলার পার্বতীপুরে বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। বস্তায় আদা চাষে বাড়তি জমির প্রয়োজন হয়না এবং অন্য ফসলের উপরে কোন প্রভাব পড়েনা। তাছাড়া ভালো ফলনও পাওয়া যায়। যে কারণে বস্তায় আদা চাষে কৃষকেরা আগ্রহী হচ্ছেন।

জানা গেছে,বস্তায় আদা চাষ আধুনিক কৃষির গুরুত্বপূর্ণ সংযোজন। এ পদ্ধতিতে আদা চাষ করলে বাড়তি জমির প্রয়োজন হয় না। ফলে অন্যান্য ফসল আবাদের উপর কোন ধরনের প্রভাব পরে না। বিভিন্ন ফল বাগান, বসতবাড়ির আশে পাশে ছায়াযুক্ত জায়গা এমনকি বাড়ির ছাদে বস্তায় আদা চাষ করে ভাল ফলন পাওয়া সম্ভব। একই জমিতে ফলবাগান ও বস্তায় আদা চাষ করা হলে ফসলের নিবিড়তা বৃদ্ধি পায়।

পার্বতীপুর উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় পার্বতীপুর উপজেলায় চলতি বছর বস্তায় আদা চাষ ও আদা চাষীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সরেজমিন পরিদর্শনে বস্তায় আদার অবস্থা এবং কৃষক দের উচ্ছ্বাস জানান দিচ্ছে ভালো ফলনের। উপজেলার হামিদপুর ইউনিয়নের কৃষক আমিনুল ইসলাম বাচ্চু চলতি বছর ৫ হাজার বস্তায় আদা চাষ করেছেন। সার্বিক পর্যালোচনায় সামনের বছর তিনি ৩০ থেকে ৩৫ হাজার বস্তায় আদা চাষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। একই সাথে তাঁর সাফল্য দেখে গ্রামের অন্যান্য কৃষকেরা বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন উপজেলার বিভিন্ন স্থানে বস্তায় আদা চাষের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে