বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
বহুমাত্রিক লেখক আবুজাফর শামসুদ্দীন-এর প্রয়াণ দিবস

গাজীপুরে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা 

গাজীপুর (সদর) প্রতিনিধি
  ২৫ আগস্ট ২০২৩, ১০:০৫
গাজীপুরে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা 

বহুমাত্রিক লেখক ও সাংবাদিক আবুজাফর শামসুদ্দিন-এর প্রয়াণ দিবসে গাজীপুরে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে ভাওয়াল সাহিত্য পরিষদের আয়োজনে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা চাইল্ড কেয়ার স্কুলে সভাটি অনুষ্ঠিত হয়।

ভাওয়াল সাহিত্য পরিষদের সভাপতি কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক রেজা করিম খান ( আবুজাফর শামসুদ্দিনের দৌহিত্র)।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- পিয়ার আলী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি আহাম্মাদুল কবীর, প্রবন্ধ উপস্থাপন করেন মাওনা মডেল কলেজের প্রভাষক (বাংলা) মিশকাত রাসেল।

ভাওয়াল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ভাওয়াল সাহিত্য পরিষদের উপদেষ্টা মো. ফিরোজ মিয়া, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, কবি ও সাহিত্যিক রিপন বাশার, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ফজর আলী, গাজীপুর সদর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি কে এম জাহিদুল ইসলাম জাহিদ, সাংবাদিক আইয়ুব খান, সাদিকুর রহমান সাগর, আজিজ মিয়া রুবেল, হাফিজুর রহমান প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে