বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

লালবাগে মদিনা মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

যাযাদি ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৪
আপডেট  : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯

রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডার নামে একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৩৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, বেলা একটা ৩৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। এর ১০ মিনিটের মধ্যে তাদের একটি ইউনিট সেখানে ছুটে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও আটটি ইউনিট ঘটনাস্থলে যায়।

অগ্নিকাণ্ডের পরপরই লালবাগ ও আজিমপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

আগুনের সূত্রপাত কোথা থেকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে