আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর বিকেল ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিজয় '২৪ চত্বরে গিয়ে শেষ হয়।
"রাজনৈতিক ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি" শিরোনামে এ কর্মসূচির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা। তারা জানান, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী এবং অতীতের কিছু ঘটনার প্রতিবাদেই এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বিক্ষোভে অংশ নিয়ে ডিভিএম ১৭ ব্যাচের শিক্ষার্থী জায়েদ আহমেদ বলেন, “আমরা বিভিন্ন সময়ের রাজনৈতিক সহিংসতা, বিশেষ করে পিলখানা, শাপলা চত্বর এবং সাম্প্রতিক ঘটনাগুলোর বিচার ও দায়ীদের শাস্তির দাবি জানাচ্ছি। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা রাজনৈতিক জবাবদিহিতা চাই।”
ডিভিএম ১৮ ব্যাচের শিক্ষার্থী খাইরুল বাসার শোভন বলেন, “যে রাজনৈতিক দল গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী আচরণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ভবিষ্যৎ প্রজন্ম যেন এমন সহিংসতা আর প্রত্যক্ষ না করে, সেই জন্যই আমাদের এই অবস্থান।”
যাযাদি/ এসএম