শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম বিমানবন্দরে ৩ দশমিক ৯ কেজি কোকেনসহ বিদেশী নাগরিক আটক

চট্টগ্রাম ব্যুরো
  ১৫ জুলাই ২০২৪, ১৩:৪০
চট্টগ্রাম বিমানবন্দরে ৩ দশমিক ৯ কেজি কোকেনসহ বিদেশী নাগরিক আটক
ছবি-যায়যায়দিন

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে কোকেনসহ এস্টেলিয়া শানট্যা নামে এক বাহামা নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)। এসময় তার লাগেজ থেকে ৩ দশমিক ৯ কেজি কোকেন উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার পরে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল।

জানা যায়, এস্টেলিয়া গত শুক্রবার (১২ জুলাই) এমিরেটসের একটি ফ্লাইটে ব্রাজিল থেকে দুবাই পৌঁছেন। সেখান থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শনিবার (১৩ জুলাই) চট্টগ্রামে আসেন। তবে সেদিন তার লাগেজ পৌঁছেনি।

এস্টেলিয়া গত তিনদিন ধরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হোটেলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিন তাকে অনুসরণ করছিল।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে ওই বাহামার নাগরিক দুইদিন পর আসা লাগেজটি রিসিভ করতে আসেন। এ সময় লাগেজটি তল্লাশিতে একটি ইউপিএস’র ভিতর ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে